সবাই জ্যামের সম্মুখীন, সমাধান কী ভাবে

চট্টগ্রাম কোর্ট হিল। সরু রাস্তায় হকার, প্রিজন ভ্যান চলাচলেও সমস্যা।

সরু রাস্তা, নেই কোনো ফুটপাত। আছে শুধু মূল রাস্তা। এ মূল রাস্তাতেই বসে পড়েছেন হকাররা। নগরীর ব্যস্ততম কোর্ট হিলের এ চিত্র নতুন নয়। দীর্ঘদিন ধরে একটি মহলের প্ররোচনায় হকারদের এ দৌরাত্ম্য চলে আসছে। বিশেষ করে কোর্ট হিলের আইনজীবীদের দোয়েল ভবন–লাগোয়া চার রাস্তার মোড় ঘিরে হকাররা নানা পণ্য বসিয়ে ব্যবসা করে আসছেন এবং সেটি একেবারে মূল রাস্তাতে বসেই। এতে বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্টদের চলাচলে যেমন ব্যাঘাত ঘটছে তেমনি আদালতে আসামি আনা নেওয়ার প্রিজন ভ্যানেরও সমস্যা হচ্ছে। কোর্ট হিলে উঠানামা করতে প্রতিদিনই বাধার সম্মুখীন হচ্ছে প্রিজন ভ্যান। এমন অবস্থা চোখে পড়ার পরও হকারকরা তাদের সাজিয়ে রাখা পণ্য কখনো সরিয়ে নেন না।

গত কয়েকদিন সরেজমিনে দেখা যায়, হকারকরা মূল রাস্তার ধারে নানা পণ্য নিয়ে ব্যবসা করছেন। একটি প্রিজন ভ্যান তখন আসামিদের নিয়ে কারাগারের উদ্দেশ্যে যাচ্ছিল। যখনই প্রিজন ভ্যানটি দোয়েল ভবন–লাগোয়া চার রাস্তার মোড়ে আসে তখনই লাগে বিপত্তি। কোনোভাবেই সেটি টার্ন নিতে পারছিল না। রাস্তার ধারে বসে পড়া শুটকি ব্যবসায়ীদের কারণেই প্রিজন ভ্যানটির এ অবস্থা। অনেকক্ষণ ধরে চেষ্টার পর কোনোরকম সেখান থেকে বের হয় এবং গন্তব্যে ছুটে চলে…………….

©  2019-2024 All Rights Reserved. Design By Ghost