ও’মা শোনো

বাঁচতে দেয়নি ‘মা’গো আমায়

এই দুনিয়ার মানুষ,

আপন বলে যাদের জানো

তারাই অমানুষ!

কষ্ট দিয়ে মারলো গো ‘মা’

ধরলো চেপে গলা,

এই পৃথিবীর কেউ দেখেনি

আমার মরণ জ্বালা।

ওদের মনে ছিলো না ‘মা’

তিল পরিমাণ মায়া,

কান্না করে বলছি গো ‘মা’

একটু করো দয়া!

গায়ের জোরে ধরলো ওরা

গলায় দিলো রশি,

 কোন পরাণে বলবা গো ‘মা’

মানুষ ভালোবাসি।

শুনো গো ‘মা’এখন আমি

অনেক ভালো আছি,

পরপারে আমরা দু’জন

থাকবো কাছাকাছি।

©  2019-2024 All Rights Reserved. Design By Ghost