চট্টগ্রাম লালদিঘী ময়দানে ইনসানিয়াত বিপ্লবের মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

এস এম আরজু, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:  একক গোষ্ঠীর স্বৈরতামুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মুক্ত মানবতার অখণ্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত গড়ে তোলার আহ্বান জানিয়ে মানবতা ভিত্তিক রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে ১৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ৩ ঘটিকায়  চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এক সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

আগামী ২০ শে অক্টোবর শুক্রবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘী ময়দানে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতারা জনসমাবেশের যাবতীয় আয়োজন নিয়ে আলোচনায় বলেন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের সভাপতিত্বে করবেন, অনুষ্ঠানে প্রধান অতিত্ব  করবেন ধর্মের নামে অধর্ম উগ্রবাদ জঙ্গিবাদ ধর্ম ও মানবতা রক্ষায় সোচ্চার বর্তমান বিশ্বের অন্যতম আলেম ও রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ।

 

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলার সম্মানিত সভাপতি আল্লামা  আরেফ সারতাজ, সহ মহাসচিব  এমদাদুল হক সায়ীফ, কেন্দ্রীয় নেতা শেখ নঈম উদ্দিন

©  2019-2024 All Rights Reserved. Design By Ghost