চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন একতা সংঘের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন রামপুর একতা সংঘের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করা হয়েছে।
রবিবার ১৫ অক্টোবর রাতে বন্দর নগরীর ২৫নং ওয়ার্ডের পূর্ব রামপুরস্থ মাঠে আয়োজিত অনুষ্ঠানের উদ্ভোধন করেন  সংগঠন এর প্রতিষ্ঠাতা মো: নুরুউদ্দিন শাহেদ। একতা সংঘের সভাপতি মো: আবদুল আউয়াল রুপু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুর রহমান জামশেদের সঞ্চালনায় ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য জাতীয় ইংরেজি দৈনিক দি বাংলাদেশ টুডে’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এস এম আকাশ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মো: হামিদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাসান। এতে আরো বক্তব্য রাখেন একতা সংঘের সহ-সভাপতি উজ্জ্বল কুমার নাথ,রেজুয়ান আহমেদ অপু, যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দিপু,  ইফতেখার উদ্দিন ইফতু,অপু কান্তি নাথ,  সাংগঠনিক সম্পাদক তুষার কান্তি নাথ,  আব্দুল মাবুদ,মোরশেদুল আমিন।
গোটা আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদকমন্ডলীর সদস্য রাইসুল ইসলাম মুন্না,আব্দুল আমান রাফাত,মো: সোলোয়মান বাদশা রাকিব,মোহাম্মদ ইমরান চৌধুরী,নুরুদ্দিন জাবেদ,নুরুন নবী ইতু, ইরফান সুমন,ইমতিয়াজ ইমু,মো: রাফেল, রিফাত মাহমুদ সানি,সংগঠনের সদস্য ইন্জি: আবিদ হোসেন,ভুবন,মাসাব,সাজিদ,সোহাদ, সিমান,তামিম সহ প্রমূখ।
বক্তারা বলেন,মাদক,ইভটিজিং ও সন্ত্রস মুক্ত সমাজ বিনির্মানে কার্যকরী ভূমিকা পালন করছে স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন রামপুর একতা সংঘ।তাদের সবচেয়ে বড় অর্জন এই সংগঠনের সমস্ত সদস্য মাদক মুক্ত। তাই সমাজের পিছিয়ে পড়া মানুষ গুলোর জন্য আরও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের সদস্যরা।

©  2019-2024 All Rights Reserved. Design By Ghost