‘২০২৪ সালে বাংলাদেশী টাকা এশিয়ার অন্যতম দুর্বল মুদ্রা’

BBC

সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, সেই সংশোধনী আংশিক বাতিল করেছে হাইকোর্ট,আবার তত্ত্বাবধায়ক সরকার ফেরার সুযোগ তৈরি হয়েছে, সেই খবরটি বুধবারের সবগুলো কাগজের প্রধান শিরোনাম হয়ে এসেছে। এর ফলে কী পরিবর্তন আসবে, সে নিয়েও নানা ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে কাগজগুলোয়। এর বাইরেও কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে।

২০২৪ সালে বাংলাদেশী টাকা এশিয়ার অন্যতম দুর্বল মুদ্রা বণিক বার্তা পত্রিকার প্রধান শিরোনাম এটি। এতে বলা হয়েছে, ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রা টাকার বড় অবমূল্যায়ন টানা তৃতীয় বছরেও অব্যাহত রয়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত অবমূল্যায়ন ঘটেছে নয় শতাংশেরও বেশি।

বণিক বার্তা

কেন মোদির টুইটের প্রতিক্রিয়া জানাবে না বাংলাদেশমানবজমিন পত্রিকার প্রথম পাতার একটি শিরোনাম এটি। এখানে বলা হয়েছে, ১৬ই ডিসেম্বর কেবলমাত্র ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে টুইট বার্তা দিয়েছেন, তার কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখাবে না পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

মানবজমিন

HC scraps part that abolished caretaker system বা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল দ্য ডেইলি স্টার পত্রিকার প্রধান শিরোনাম এটি।

এখানে বলা হয়েছে, বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পদ্ধতি বাতিল করে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিলো, সেটিকে আংশিক বাতিল করেছে হাইকোর্টের একটি বেঞ্চ।

দ্য ডেইলি স্টার

তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কীভাবে— সমকাল পত্রিকার প্রথম পাতার একটি শিরোনাম।

এতে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে হাইকোর্টের রায়ের পর তা কীভাবে এবং কবে সংবিধানে যুক্ত হবে, তা নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে। তবে আইনজ্ঞরা বলছেন, পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিস্তারিত জানা যাবে।

সমকাল

হাসিনা ও পরিবারের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের আজকের পত্রিকার দ্বিতীয় প্রধান শিরোনাম এটি। এতে বলা হয়েছে, ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজকের পত্রিকা

নামেই সৌন্দর্যবর্ধন, মাঝপথে ৫৯ কোটি টাকা অপচয়— এটি প্রথম আলো পত্রিকার দ্বিতীয় প্রধান শিরোনাম। এখানে বলা হয়েছে, সৌন্দর্যবর্ধনের নামে বনানী স্টাফ কোয়ার্টারের কাছে উড়ালসেতু থেকে বিমানবন্দর পর্যন্ত ছয় কিলোমিটার সড়কে নানা উদ্যোগ নেওয়া হয়।

প্রথম আলো

ক্ষুব্ধ প্রশাসন ক্যাডার, খুশি অন্যরা— কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতার একটি শিরোনাম।

এতে বলা হয়েছে, উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি পেতে পরীক্ষায় অংশ নিতে হবে। যিনি সর্বোচ্চ নম্বর পাবেন, তিনিই তালিকায় এক নম্বরে আসবেন। আর উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ও অন্যান্য ক্যাডার কর্মকর্তাদের জন্য ৭৫ঃ২৫ শতাংশের বদলে ৫০ঃ৫০ শতাংশ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন।

কালের কণ্ঠ

ওবায়দুল কাদের দেশ ছাড়লেন কীভাবে— যুগান্তর পত্রিকার প্রথম পাতার একটি শিরোনাম এটি। এতে বলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি থাকার পরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের কীভাবে দেশ ছেড়ে গেলেন, তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

যুগান্তর

ভোট হবে ব্যালটে প্রস্তুত আছি— দেশ রূপান্তর পত্রিকার দ্বিতীয় প্রধান শিরোনাম। এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন, সে অনুযায়ী নির্বাচন করতে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

দেশ রূপান্তর

কাগজ সঙ্কটে বিনামূল্যের পাঠ্যবই ছাপা বন্ধ নয়া দিগন্ত পত্রিকার প্রথম পাতার শিরোনাম। এতে বলা হয়েছে, চাহিদামতো কাগজ না পাওয়ায় বিনামূল্যের পাঠ্যবই ছাপা বন্ধ হয়ে গেছে। বছরের এই সময়ে মুদ্রণ প্রতিষ্ঠান যেখানে রাত-দিন বই ছাপার কাজে ব্যস্ত থাকার কথা সেখানে কাগজ সঙ্কটে দিনে-রাতে মাত্র দুই-তিন ঘণ্টাও কাজ করতে পারছেন না তারা।

নয়া দিগন্ত

©  2019-2024 All Rights Reserved. Design By Ghost