দেড় বছরের মধ্যে জাতীয় নির্বাচন— আজকের পত্রিকার প্রধান শিরোনাম। এই প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বরাতে বলা হয়েছে, ২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে।
নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি ও অন্যান্য দল— দৈনিক প্রথম আলো’র প্রথম পাতার একটি শিরোনাম এটি। এখানে বলা হয়েছে, আগামী নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে ভোটের সময়ের ব্যাপারে একটা ধারণা বা ইঙ্গিত হিসেবে দেখছে বিএনপিসহ বিভিন্ন দল।
শিক্ষার্থীদের দলের আত্মপ্রকাশ জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে— সমকাল পত্রিকার প্রথম পাতার শিরোনাম এটি। এখানে বলা হয়েছে, আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির শুরুতে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণই তাদের লক্ষ্য।
মুক্তিযুদ্ধকে ‘ভারতের যুদ্ধ’ দাবি মোদির তীব্র সমালোচনা— এটি নয়া দিগন্ত পত্রিকার প্রথম পাতার একটি শিরোনাম। গতকাল সোমবার বাংলাদেশের বিজয় দিবসকে নিয়ে করা এক টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বাংলাদেশের নাম উল্লেখ করেননি।
আইসিটি প্রকল্পে শতকোটি টাকা লোপাট— মানবজমিন পত্রিকার দ্বিতীয় প্রধান শিরোনাম এটি। এখানে বলা হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শিক্ষার মান উন্নয়নে সারা দেশে প্রায় ৪৮ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের প্রকল্প হাতে নিয়েছিল আওয়ামী লীগ সরকার।
১২৬ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক— বণিক বার্তা পত্রিকার দ্বিতীয় প্রধান শিরোনাম এটি। এতে বলা হয়েছে, দেশে আবারও অস্থিতিশীল হয়ে উঠছে ডলারের বাজার।
বৈষম্যহীন-গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়— যুগান্তর পত্রিকার দ্বিতীয় প্রধান শিরোনাম এটি। এখানে বলা হয়েছে, গতকাল সোমবার বিজয় দিবস উপলক্ষে অনেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান, মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।