‘সারবাহী জাহাজে কুপিয়ে ও গলা কেটে সাতজনকে হত্যা’

সারবাহী জাহাজে কুপিয়ে ও গলা কেটে সাতজনকে হত্যা সমকাল পত্রিকার প্রধান শিরোনাম এটি। এই খবরটি আজ অন্যান্য পত্রিকারও প্রথম বা দ্বিতীয় শিরোনাম।

মূলত, চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে থেমে থাকা এমভি আল-বাখেরা নামক একটি সারবাহী জাহাজের সাত কর্মচারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সমকাল

হাসিনাকে দিল্লি থেকে ফেরাতে ঢাকার চিঠি প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনাম এটি। তবে এই খবরটিও আজ দেশের অনেক পত্রিকার প্রধান শিরোনাম হিসাবে এসেছে।

এই প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যর্পণ চুক্তির আওতায় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

প্রথম আলো

ডেঞ্জার জোন পূর্বাচল মানবজমিন পত্রিকার এই প্রধান শিরোনামে বলা হয়েছে, দৃষ্টিনন্দন পূর্বাচল ৩০০ ফিট সড়ক রাতারাতি যেমন দর্শনার্থীদের নজর কেড়েছে ঠিক একই সময়ে সেটি মৃত্যুজোন বা ডেঞ্জার জোনে পরিণত হয়েছে।

ছিনতাই, ডাকাতি, সড়ক দুর্ঘটনা সেখানে নিত্যদিনের ঘটনা। মাতাল তরুণ-তরুণীরা বেপরোয়া গতির গাড়ি চালিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটাচ্ছে।

মানবজমিন

আবারও ক্ষমতা পাচ্ছে ইসি যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম এটি। এতে বলা হয়েছে, তফশিল ঘোষণার পর যে কোনও পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচন বন্ধের ক্ষমতা আবারও নির্বাচন কমিশনের হাতে ফিরতে যাচ্ছে।

ওই ক্ষমতা পেলে তফশিল ঘোষণা থেকে ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত সময়ের মধ্যে বিরূপ পরিবেশ তৈরি হলে পুরো নির্বাচনই বাতিল করতে পারবে ইসি।

যুগান্তর

আরো তীব্র হয়েছে ব্যাংকগুলোর ডলার সংকট বণিক বার্তা পত্রিকার এই প্রধান শিরোনামে বলা হয়েছে, চলতি মাসে অতীতের যেকোনো সময়ের তুলনায় ব্যাংকের মাধ্যমে বেশি রেমিট্যান্স আসছে। রফতানি আয়ও প্রবৃদ্ধির ধারায়।

এর পরও দেশের ব্যাংকগুলোয় ডলারের সংকট তীব্র হয়ে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে বাড়তি দামে রেমিট্যান্সের ডলার কিনছে বেশির ভাগ ব্যাংক।

বণিক বার্তা

বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করে এলাকাছাড়া আজকের পত্রিকার দ্বিতীয় প্রধান শিরোনাম এটি। এখানে বলা হয়েছে, কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুল হাই কানু নামের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত এক বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে এলাকাছাড়া করার অভিযোগ উঠেছে।

এ ঘটনার একটি ভিডিও গত রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জড়িতদের ধরতে রাতেই অভিযান শুরু করেছে পুলিশ।

আজকের পত্রিকা

শত কারখানা বন্ধ, লাখো কর্মী ছাঁটাই কালের কণ্ঠ পত্রিকার এই প্রধান শিরোনামে বলা হয়েছে যে দেশের তৈরি পোশাক, টেক্সটাইল ও নিট পোশাক খাত এখন গভীর সংকটে।

শিল্প মালিকরা বলছেন, জ্বালানির সংকট, শ্রমিক অসন্তোষ ও ব্যাংক খাতের অস্থিতিশীলতা এই খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। এতে গত এক বছরে তৈরি পোশাক, নিটওয়্যার ও টেক্সটাইলশিল্পের ১৪০টি কারখানা বন্ধ হয়ে গেছে।

কালের কণ্ঠ

Non-lethal weapons to be suggested for cops দ্য ডেইলি স্টার পত্রিকার প্রধান শিরোনাম, অর্থাৎ পুলিশের হাতে প্রাণঘাতী নয় এমন অস্ত্র দেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

এ খবরে পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান সফর রাজ হোসেনের বরাতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার সুপারিশসহ কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

দ্য ডেইলি স্টার

আয় কম বেহাত সম্পদ দেশ রূপান্তর পত্রিকার প্রধান শিরোনাম এটি। এতে বলা আছে, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দেশের বিভিন্ন শিল্প গ্রুপ, সাবেক মন্ত্রী, এমপি, আমলা ও ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) সরকারি বিভিন্ন সংস্থা তদন্ত শুরু করেছে।

তদন্ত পর্যায়ে আদালতের আদেশের মাধ্যমে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হচ্ছে।

দেশ রূপান্তর

বে-টার্মিনালে দিনে ক্ষতি ১০ লাখ ডলার— নয়া দিগন্ত পত্রিকার প্রধান শিরোনাম এটি। এতে বলা হয়েছে, বেসরকারি বিনিয়োগে বাস্তবায়ন এবং পরিচালনার মাধ্যমে দৈনিক প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার হিসাবে বছরে ৩৬৩ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় করতে পারে বাংলাদেশের অর্থনীতি। সম্প্রতি বিশ্বব্যাংকের বে-টার্মিনাল সম্পর্কিত ‘চিটাগং পোর্ট : নিডস ক্যাপাসিটি এক্সপানশন’ শীর্ষক এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদন অনুযায়ী, দুই হাজার জাহাজ ও ৩২ লাখ ৭০ হাজার টিইইউএস কনটেইনার হ্যান্ডলিংয়ের তথ্য উল্লেখ করে এতে বলা হয়েছে, এই টার্মিনাল বাস্তবায়ন হলে প্রতিটি জাহাজের অপেক্ষমাণ সময় চার দিন পর্যন্ত বেঁচে যাবে। জাহাজপ্রতি দৈনিক পাঁচ হাজার ডলার পরিচালন ব্যয় হিসাবে বছরে ১৬০ মিলিয়ন ডলার শিপিং লাইন কস্ট সাশ্রয় হবে।

নয়া দিগন্ত

©  2019-2024 All Rights Reserved. Design By Ghost