বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিএমপির আলোচনা সভা

স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ ১৯ আগস্ট .শনিবার দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে   চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এই  আলোচনা সভার আয়োজন করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর অনুপম সেন, বিপিএম (বার) পিপিএম, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ নুরেআলম মিনা, দৈনিক আজাদীর  সম্পাদক এম এ মালেক,কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ,  বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরওয়ার কামাল।

 

পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং মোনাজাত ও প্রার্থনার মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। তারপর বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টে শাহাদাত বরণকারী সকল শহিদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন এবং তাঁদের রূহের মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন।

এছাড়াও সভায় প্রধান অতিথি  গত ১৫ আগস্ট, ২০২২ খ্রিঃ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও আদর্শকে প্রতিপাদ্য বিবেচনা করে আয়োজিত ‘আবৃত্তি, রচনা লিখা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায়’ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এসময় সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অর্থ ও প্রশাসন) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা এবং বিভিন্ন ইউনিটের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক ও চিকিৎসকগণ;কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ, সিএমপি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।

©  2019-2024 All Rights Reserved. Design By Ghost