চট্টগ্রাম নগরীর ডবলমুরিং স্ট্যান্ড রোড়ের শওকত টাওয়ারে ভয়াবহ চুরির ঘটনার মূলহোতা ইদ্রিছ মিয়াসহ ৫ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ আগস্ট) চট্টগ্রাম এবং ফেনীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।এসময় তাদের কাছ থেকে পনের আনা পরিমাণ স্বর্ণালংকার, লোহার বড়, ছুরি, ধারালো বিভিন্ন দেশীয় অস্ত্র্রসহ নগদ ৫১ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- বন্দর পশ্চিম গোসাইলডাঙ্গার মৃত ইউনুছ মিয়ার ছেলে ইদ্রিছ মিয়া (৫৫), ভোলা দৌলতখানের কলাকোপার বেলাল হোসেনের ছেলে মনির হোসেন (৩০), একই উপজেলার চরখলিফার শহিদুল ইসলামের ছেলে হানিফ ওরফে এমপি হানিফ (২৭), ভোলা লালমোহনের মৃত আব্দুল মালেক ইমরান হোসেন ওরফে এমরান (২২), চট্টগ্রাম সীতাকুণ্ডের মৃত নুরুল ইসলামের ছেলে নুরনবী ওরফে শাকিব (১৯), কুমিল্লা দেবীদ্বারের আবু তাহেরের ছেলে আশিকুর রহমান আশিক (২৪)।
আসামী মনির হোসেনের বিরুদ্ধে ১৯টি, এমপি হানিফের বিরুদ্ধে ১১টি, ইমরান হোসেনের বিরুদ্ধে ০৫টি, শাকিবের বিরুদ্ধে ৬টি মামলা আদালতে বিচারাধীন আছে।
মামলার সূত্রে জানা যায়, গত সোমবার(১৪ আগস্ট) রাতে শওকত টাওয়ারের ২য় তলা থেকে ১২টি দেড় ভরি ওজনের হাতের চুড়িসহ ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা, ২টি ল্যাপটপ, ঘড়িসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে চক্রটি।যা আনুমানিক বাজার মুল্য ৫০ লাখ টাকা।
পুলিশ আরো জানায়, এ ঘটনায় বাসার মালিক শওকতউল ইসলাম (৫১) বাদী হয়ে মামলা দায়ের করে।পরে তথ্য প্রযুক্তির সহায়তায় চুরির মূলহোতা ইদ্রিছ মিয়াকে গ্রেপ্তার করি।জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বাকী আসামীদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে চুরিতে জড়িত থাকার কথা স্বীকার করে।