ধুলায় অতিষ্ঠ পথচারীরা

চট্টগ্রাম নগরীর বারিক বিল্ডিং এলাকায় সড়কে এখন বাতাসের সাথে উড়ছে ধুলাবালি। আর প্রচণ্ড ধুলোবালির কারণে রাস্তায় চলাচল করা অনেকটা দুরূহ হয়ে পড়েছে।প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল-কলেজে যাতায়েত করে শিক্ষার্থীরা। এ অবস্থায় শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী রাস্তা পাশে থাকা দোকানি দের । ফ্লাই ওভারের উন্নয়ন কাজের রাস্তা কাটা এবং সে রাস্তা পুনরায় মেরামত না করায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন স্থানিয়রা। ছবিটি তুলেছেন এম ফয়সাল এলাহী।

 

 

©  2019-2024 All Rights Reserved. Design By Ghost