ফটো সাংবাদিক মিনহাজ উদ্দিনের বাবার মৃত্যুতে বিপিজেএ’র শোক

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের প্রর্দশনী সম্পাদক এবং ইংরেজী দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ র স্টাফ ফটো করেসপন্ডেন্ট মোহাম্মদ মিনহাজ উদ্দিনের বাবা আলহাজ্ব আবুল কালামের  মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম (বিপিজেএ)।

আজ বৃহস্পতিবার  এক শোক বার্তায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মিয়া আলতাফ সংগঠনের পক্ষে এ শোকবাণী জানান।

বিজ্ঞপ্তিতে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এর আগে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম নগরের কূলগাঁও এলাকার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ নাতি-নাতনী ও স্বজন রেখে গেছেন।।

বৃহস্পতিবার বাদ এশা নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার দারুস সালাহ হোসাইনিয়া এতিমখানা প্রাঙ্গণে  মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

©  2019-2024 All Rights Reserved. Design By Ghost