চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য দৈনিক প্রথম আলোর ফটোসাংবাদিক সৌরভ দাশের পিতা সুজিত দাশের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম।
বুধবার (৯ আগস্ট) এক শোক বার্তায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মিয়া আলতাফ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন।
সৌরভ দাশের পিতা সুজিত দাশ মঙ্গলবার রাতে চট্টগ্রাম শহরে রহমতগঞ্জের বাসায় বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। বুধবার সকাল ১০টায় পটিয়া উপজেলার পাইকপাড়া গ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।