আজাদ তালুকদারের মৃত্যুতে বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন চট্টগ্রামের শোক

একুশে পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক আজাদ তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বরণ্য ফটোসাংবাদিক মনজুরুল আলম মন্জু ও সাধারণ সম্পাদক ফটোসাংবাদিক মোস্তাফিজুর রহমান।

শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আজাদ তালুকদার একজন অকুতোভয় ও সাহসী সাংবাদিক ছিলেন। তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে সমাজ ও দেশকে সমৃদ্ধ করেছে। তার মৃত্যুতে সাংবাদিকতায় অপূরণীয় ক্ষতি হলো। যা পূরণ হবার নয়।

নেতৃবৃন্দরা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তুপ্ত পরিবারে পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

©  2019-2024 All Rights Reserved. Design By Ghost