কদমতলী মোড়ে যানজটের তিন কারণ

ফুটপাতের পাশাপাশি রাস্তা দখল। কদমতলী মোড়ে আজ দুপুর ২টার সময় তোলা। ছবি: এম ফয়সাল এলাহী

চট্টগ্রাম নগরীর একটি গুরুত্বপূর্ণ মোড় হচ্ছে কদমতলী। আর এই মোড়ে প্রায়ই লেগে থাকে যানজট। এতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের।

ফ্লাইওভারের কারণে সংকীর্ণ রাস্তায় বিভিন্ন যানবাহন পার্কিং
ফ্লাইওভারের নিচে ইউটার্ন দখল করে গাড়ির ভাসমান গ্যারেজ

এখানে যানজটের মূল কারণ হচ্ছে মোড়ের গাড়ি পার্টসের দোকানগুলো ফুটপাতের পাশাপাশি রাস্তা দখল, ফ্লাইওভারের নিচে ইউটার্ন দখল করে গাড়ির ভাসমান গ্যারেজ ও ফ্লাইওভারের কারণে সংকীর্ণ হয়ে যাওয়া রাস্তায় বিভিন্ন যানবাহন পার্কিং। মূলত এই তিন কারণেই এই মোড়ে যানজট লেগে থাকে…………….

©  2019-2024 All Rights Reserved. Design By Ghost