রাঙামাটি ও খাগড়াছড়িতে পাহাড়ি জনগোষ্ঠী ঐতিহ্যবাহী পোশাক পড়ে কলা পাতায় ফুল সাজিয়ে পুরোনো বছরের সকল দুঃখ, কষ্ট ভূলে নতুন বছরে যাতে সুখ শান্তিতে কাটানো যায় সে উদ্দেশ্যে হ্রদের পানিতে ফুল ভাসিয়ে উৎসব করেছে।
দীর্ঘদিন ধরে চাকমারা বিজু, ত্রিপুরা বৈসুক, মারমারা সংগ্রাই, তঞ্চঙ্গ্যারা বিষু, অহমিয়ারা বিহু এভাবে তারা ভিন্ন ভিন্ন নামে এই উৎসব পালন করে। ছবিটি রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে তোলা। ছবি – এম ফয়সাল এলাহী