অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে তারুন্য শক্তি

গেল বছরের মতো এবারও দ্বিতীয় বারের মতো অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে জনপ্রিয় মানবিক ও সামাজিক সংগঠন তারুন্য শক্তি। শুক্রবার ৫ এপ্রিল বিকেলে চট্টগ্রাম নগরীর মোহরাস্থ ছাফা মোতালেব মাদ্রাসা প্রাঙ্গণে মহতি এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

 

তারুন্য শক্তির প্রতিষ্ঠাতা মো ইবনুল ইভান সভাপতিত্বে ও রিয়াদ খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহরা ওয়ার্ডের চসিক কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ রুবেল,চট্টগ্রামের স্বনামধন্য মানবিক ও সামাজিক সংগঠন ফুটন্ত কিশোর সংঘের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সামাজিক সংগঠক মো ইলিয়াস,আলিফ চোধুরী, মো এমরান, মো জাবেদ, মোরশেদ খান, মো জামশেদ, মনিরুল আলম, তানজিব, সাইফুল, হিমেল, জিসান, জামশেদ সানি, সিফাত, আসিফ, তারেক, ফয়সাল, আরাফাত, টিপু, রাসেল, রাহাত, আকাশ, রিদয়, ইরাত, আবির, বাদশাঁহ তারেক, ফরিদ, ইমতিয়াজ, ইরফান, সাঈম, কামরুল রাহাত সহ প্রমুখ

©  2019-2024 All Rights Reserved. Design By Ghost