চট্টগ্রামে বিশ্বস্তার সুযোগে সাড়ে ২১ ভরি স্বর্ণ চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডের একটি বাসায় ২১.৫ ভরি স্বর্ণ স্বর্ণ চুরির ঘটনায় মৃলহোতা গৃহপরিচারিকাকে প্রেমিকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিএমপির কোতোয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী।

রবিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরিকৃত স্বর্ণালংকার।

গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজার জেলার মহেশখালীর শাপলাপুরের মৌলভী কাটা গ্রামের শারমিন আক্তার কলি (২২) এবং একই থানার উত্তর রাজঘাট এলাকার মো. মনির উদ্দিন।

পুলিশ জানায়, আইস ফ্যাক্টরী রোডের কে.এম ড্রিমলেন্ড টাওয়ারের চতুর্থ তলায় বসবাসকারী কর্তা প্রবাসী হওয়ায় তার স্ত্রী, মা এবং মেয়েই বাসায় থাকতেন। এছাড়া খুবই বিশ্বস্ত হওয়ায় কাজের মেয়ে আসামি কলিও তাদের সাথে থাকতো। গত ৩১ আগস্ট বিকেলে মেয়েকে নিয়ে ওই প্রবাসীর স্ত্রী হাঁটতে বের হলে সেই সুযোগে কাজের মেয়ে আলমারি খুলে ২১.৫ ভরি স্বর্ণালংকার চুরি করে তার প্রেমিকার সাথে পালিয়ে যায়।

সিএমপির কোতোয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী বলেন, গত ৩১ আগস্ট গৃহকর্তী বিকেলে হাঁটতে বের হলে তার ঘরে চুরির ঘটনা ঘটে। তিনি সদরঘাট থানায় মামলা দায়ের করলে আমাদের সদরঘাট থানার টিম তদন্তে নামে। তদন্তে ওই বাসার গৃহকর্মী শারমিন আক্তার কলি এবং চুরির ঘটনায় সহযোগী মনিরকে আমরা গ্রেপ্তার করি।

©  2019-2024 All Rights Reserved. Design By Ghost