চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন বেঁকে যাওয়া অংশে সংস্কার কাজ শুরু

বন্যায় ও পাহাড়ি ঢলে নবনির্মিত রেললাইনের বেঁকে যাওয়া অংশে সংস্কার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল থেকে চট্টগ্রামের সাতকানিয়া অংশে পুরোদমে চলছে এ রেললাইনের সংস্কার কাজ।

 

বন্যায় রেললাইন মূল জায়গা থেকে সরে গিয়ে বেঁকে যায়। রেললাইনের নিচে বড় বড় গর্ত সৃষ্টি ও সরে যায় পাশের পাথর। সাতকানিয়ার তেমুহনী এলাকায় বন্যায় ক্ষতি বেশি হয়। এতে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এরপরই রেললাইনে নতুনভাবে আরও তিনটি কালভার্ট নির্মাণ করা হবে বলে জানান কর্তৃপক্ষ।

 

রেললাইনের প্রকল্প পরিচালক মফিজুর রহমান জানান, সংস্কার কাজ শুরু হয়েছে। তবে মালামাল পরিবহনে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। রেললাইনের দুপাশের বিলে পানি থাকায় এবং ক্ষতিগ্রস্ত অংশে গাড়ি যাওয়ার মতো রাস্তা না থাকায় মালামাল নিতে কষ্ট হচ্ছে।

 

প্রকল্প পরিচালক জানান, সংস্কার কাজ যথা সময়ে শেষ হবে। এছাড়া দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া ও হারবাং এলাকায় বাকি থাকা কাজও আগামী মাসের মধ্যে সম্পন্ন হবে। এসব কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে অক্টোবরের প্রথম সপ্তাহে পরীক্ষামূলকভাবে রেল চলাচল শুরু হবে। অক্টোবরের শেষ সপ্তাহে দোহাজারী–কক্সবাজার রেললাইনের উদ্বোধন হবে। তবে এখনো পর্যন্ত তারিখ চূড়ান্ত হয়নি।

 

তিনি আরো বলেন, তেমুহনী এলাকায় আরও তিনটি কালভার্ট হবে। তবে এগুলো এ মুহূর্তে করা সম্ভব নয়। কারণ যেখানে কালভার্ট করা হবে সেখানে এখন গাড়িতে করে মালামাল নেয়া যাবে না।

 

 

ছবি ক্যাপশন:

ভারি বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে চলছে সংস্কার কাজ।

 

 

©  2019-2024 All Rights Reserved. Design By Ghost