২০২২ সালে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার ১৩.৩ শতাংশ কমেছে

বিদায়ী বছরে মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার কমেছে ১৩ দশমিক ৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি প্রকাশিত ‘ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট-২০২২’-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংশ্লিষ্ট তথ্য বলছে, ২০২২ সালের ২ জানুয়ারি ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার ছিল ৮৫ টাকা ৮০ পয়সা। বছরের শেষ মাসে অর্থাৎ ১ ডিসেম্বর এর পরিমাণ দাঁড়ায় ১০৫ টাকা ৪০ পয়সায়। রোববার (১৩ আগস্ট) বিনিময় হার ছিল ১০৯ দশমিক ৫০ পয়সা।

Shwapno Online Grocery Shopping

জানা গেছে, টাকার বিনিময় হারের এমন অবস্থা সত্ত্বেও বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করতে বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ১৩ দশমিক ৫০ বিলিয়ন ডলার বিক্রি করেছিল।

মূলত করোনা মহামারির পরে বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা দেখা দেয়। এর পাশাপাশি ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরিস্থিতি আরও খারাপ হয়। এ যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সাপ্লাই চেইন বিঘ্নিত হয়েছে। ফলে ডলারের বিপরীতে বেশিরভাগ দেশের মুদ্রার বিনিময় হারে পতন ঘটেছে।

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টের তথ্যানুযায়ী, ২০২২ সালে চীনা ইউয়ান, ভারতীয় রুপি, জাপানি ইয়েন ও ইন্দোনেশিয়ান রুপিসহ প্রধান আমদানি দেশগুলোর মুদ্রার উল্লেখযোগ্য দরপতন হয়েছে। এ সময়ে সর্বোচ্চ ২২ শতাংশ দরপতন হয়েছে পাকিস্তানি রুপির। এছাড়া জাপানি ইয়েনের দরপতন হয়েছে ১৪ শতাংশ। যেখানে মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দর ৬ শতাংশ ও ইউকে পাউন্ড স্টার্লিংয়ের ১০ শতাংশ দরপতন হয়েছে।

তবে একই সময়ে অর্থাৎ ২০২২ সালে রাশিয়ান মুদ্রা রুবল ও সিঙ্গাপুরি ডলারের দর বেড়েছে যথাক্রমে ২ শতাংশ ও ১ শতাংশ।

©  2019-2024 All Rights Reserved. Design By Ghost