চোখের অপারেশন করালেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তার বাঁ চোখে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর এখন সুস্থ আছেন এই অভিনেত্রী।
চিকিৎসকের বরাত দিয়ে ফারিয়ার পরিবার থেকে জানানো হয়, পুরোপুরি সুস্থ হতে সপ্তাহখানেক লাগবে। এরপর শুটিংয়ে ফিরবেন তিনি।
এদিকে রোববার রাতে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে চোখে ব্যান্ডেজ বাঁধা একটি ছবি প্রকাশ করেন ফারিয়া। ছবির ক্যাপশনে লিখেছেন, সেরে ওঠা না পর্যন্ত বিরতি।
সম্প্রতি ‘সুড়ঙ্গ’ সিনেমার আইটেম গানে নেচে বেশ প্রশংসা কুড়িয়েছেন নুসরাত ফারিয়া।