মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কর্ণফুলী থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রিফাতকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

রবিবার (১৩ আগস্ট) বিকেল তিনটার দিকে নগরের হালিশহর থানার ঈদগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো.রিফাত (২৪), কক্সবাজার জেলার চকরিয়া থানার দরবেশ কাটা মো.বাবুলের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, ২০২০ সালের ১০ নভেম্বর

কর্ণফুলী থানা এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ রিফাতকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চল ডবলমুরিং সার্কেল। মামলা হওয়ার পরে জামিনে গিয়ে  এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন পলাতক থাকায় আসামির অনুপস্থিতে আদালত  মো.রিফাতকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম সাজা প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

তিনি আরও জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিফাত আইন শৃংখলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে নগরের হালিশহর থানার ঈদগাঁও এলাকায় অবস্থান করছে। রোববার  বিকেল তিনটায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো.রিফাতকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

©  2019-2024 All Rights Reserved. Design By Ghost