আগের দুই ম্যাচেই অলরাউন্ড পারফর্ম করেছেন সাকিব আল হাসান। তবে এবার আর ব্যাটে-বলে সুবিধা করতে পারলেন না বাংলাদেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার। যদিও তার দল ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে।
গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগে আজ (বুধবার) ৬ উইকেট আর ১১ বল হাতে রেখে ভেঙ্কুভার নাইটসকে হারিয়েছে সাকিবের মন্ট্রিল টাইগার্স।
ব্রাম্পটনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মন্ট্রিল অধিনায়ক ক্রিস লিন। ৪ উইকেটে ১৪৯ রানেই তারা আটকে দেন ভেঙ্কুভারকে। ওপেনার ফাখর জামান ৫৩ বলে ৭ চার আর ৩ ছক্কায় খেলেন ৭৩ রানের ইনিংস। ২৩ বলে ২৬ করেন অধিনায়ক রসি ভ্যান ডার ডাসেন।
কার্লোস ব্র্যাথওয়েট ২০ রানে নেন দুটি উইকেট। তবে বল হাতে দুঃস্বপ্নের রাত কেটেছে সাকিবের। দলের সবচেয়ে খরুচে বোলার ছিলেন তিনি। ৪ ওভারে ৪১ রান বিলিয়েও পাননি উইকেটের দেখা। এরপর ব্যাটিংয়ে নেমেও করেছেন হতাশ।
১৫০ তাড়া করতে নেমে ৭ রানেই ২ উইকেট হারিয়ে বসেছিল মন্ট্রিল। তিন নম্বরে নামানো হয় সাকিবকে। শুরুটা ভালোই ছিল। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। ৮ বলে ২ বাউন্ডারিতে ১২ রান করেই সাজঘরে ফিরে যান বাংলাদেশি অলরাউন্ডার। ২১ রানে ৩ উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে মন্ট্রিল।
সেখান থেকে শেরফান রাদারফোর্ডের ৫৩ বলে ৮৪ রানের তাণ্ডবে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে মন্ট্রিল। হার না মানা বিধ্বংসী ইনিংসে ৭টি চারের সঙ্গে ৬টি ছক্কা হাঁকান রাদারফোর্ড।