বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় আসামি গ্রেপ্তারে নিতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তর/সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসামি গ্রেপ্তার করতে হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মাঠপর্যায়ের কর্মকর্তাদের এমন নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার একটি চিঠি পাঠানো হয়েছে। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার মো. ফারুক হাসান।

ফারুক হাসানের স্বাক্ষর করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন–সংক্রান্ত মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহারনামীয় আসামির সংখ্যা বেশি। এসব মামলার এজাহারনামীয় বা তদন্তে নাম আসা আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

©  2019-2024 All Rights Reserved. Design By Ghost