চট্টগ্রামের রাঙ্গুনিয়া গুমাইবিলে ফলন বাড়ছে ১০০০ মেট্রিক টন

শের শস্যভাণ্ডারখ্যাত গুমাইবিলে চলছে ধান কাটার মহোৎসব। আমনের নানা জাতের ধানে ভরে গেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গুমাইবিল। উৎসবের আমেজে ধান কাটায় ব্যস্ত শত শত কৃষক। গুমাইবিলসহ পুরো চট্টগ্রামে আমনের বাম্পার ফলনে খুশি কৃষকরা। ছবি: এম ফয়সাল এলাহী

শীতের সকালের মিঠে-কড়া রোদে ভাসছে জনপদ। হেমন্তের হালকা হিমেল হাওয়া হাওয়ায় দুলছে সোনালি ধান । বিস্তীর্ণ মাঠে ক্ষেতের আল ধরে আটিবাঁধা ধান নিয়ে দলে দলে কৃষকেরা ছুটছেন । সারাদিনেও ফুরসত নেই জিরানোর। তবু তৃপ্তির হাসি তাঁদের চোখে-মুখে।

গতকাল এ দৃশ্য চোখে পড়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গুমাই বিলে। উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভার একাংশজুড়ে বিশাল এ বিল । কথিত আছে চট্টগ্রামের গুমাই বিলে সারা দেশের মানুষের আড়াই দিনের খাবার (চাল) মজুত আছে।

সরেজমিনে দেখা যায়, ক্ষেতের আল ধরে কৃষকেরা মাঠ থেকে ধানের ভার (ধানের আটি) নিয়ে আসছেন। কেউ কেউ ধানগাছ থেকে ধান আলাদা করছেন রাস্তার ধারে। আবার কেউ সেই ধানগুলো বস্তায় ভরছেন। বিলের ধারে রাস্তার উপরই দর কষাকষি করে বেপরীরা ধানগুলো কিনে নিয়ে যাচ্ছেন…………

©  2019-2025 All Rights Reserved. Design By Ghost