রাত পোহালেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির নিবাচন ঘিরে তাকিয়ে রয়েছে সারা বিশ্বের মানুষ। নির্বাচনে জয়-পরাজয় নির্ধারন হবে সুইং সাতটি রাজ্যের ভোটারদের ওপর। বিশেষ করে পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিন রাজ্যে গুলোর ভোটররা যে দলকে ভোট দেয় সে দলই জয়ী হয়।
এবারের নির্বাচনকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম সন্ধিক্ষণ হিসেবে অভিহিত করছেন বিশ্লেষকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিসহ মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক এবং বিশ্ব ব্যবস্থা ও আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে দেশটির এতদিন ধরে চলা দৃষ্টিভঙ্গি ও অবস্থানের জন্য কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে আগামীকালের নির্বাচনকে।