চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড ও ফুটন্ত কিশোর সংঘের যৌথ উদ্যোগে উদ্বুদ্ধকরণ কর্মশালা সম্পন্ন

আইন মন্ত্রণালয়ের কর্তৃক পরিচালিত জাতীয় আইনি সহায়তা প্রদন সংস্থা (লিগ্যাল এইড) চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী জনপ্রিয় মানবিক সংগঠন ফুটন্ত কিশোর সংঘের যৌথ উদ্যোগে”স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবক কিশোরদের উদ্বুদ্ধকরণ” শীর্ষক সচেতনতা মূলক কর্মশালা সম্পন্ন হয়েছে।

শুক্রবার ৩১ মে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকাস্থ ভিক্টোরিয়া পার্ক কমিউনিটি হলে নগরীর সকল শ্রেনী পেশার তরুণ তরুণী ও সাধারণ মানুষের সমন্বয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী জজ মুহাম্মদ ইব্রাহীম খলিল।

ফুটন্ত কিশোর সংঘের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মা শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোর্শেদ হোসেন,৪নং চসিক কাউন্সিলর এসরারুল হক,এল্যাইয়েন্স গভর্নর এস এম আজিজ,ইন্দোনেশিয়া সরকার নিযুক্ত হিউম্যান রিসোর্স এন্ড চাইল্ড লেবারের কান্ট্রি ডিরেক্টর (বিডি) এস এম আকাশ,চট্টগ্রাম শহর সমাজসেবা অফিস-৩ এর সভাপতি আব্দুর রহমান মিন্টু, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি

নুরুল আবছার,প্রতিজ্ঞা সংগীত একাডেমীর পরিচালক তপন চক্রবর্তী,ফুটন্ত কিশোর সংঘের সিনিয়র সহ সভাপতি মো মহিউদ্দীন ও যুগ্ন সম্পাদক ফাহিম ইব্রাহিম।

গোটা অনুষ্ঠানে সংগঠনের পক্ষে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন মহিন ইমন, আনাস, সোহেল, রাসেল, হাসান, তাসিন, জিল্লুর তাসমি ওমর ও আসিফ।

আলোচকরা বলেন,জাতীয় আইনি সহায়তা প্রদন সংস্থা (লিগ্যাল এইড) যে ভাবে কার্যক্রম পরিচালনা করছে তা যদি সাধারণ মানুষের কাছে সঠিক ভাবে তুলে ধারা যায় তবে তারা বুঝবে সরকার দেশের অসহায় গরীব ও অন্যায়ের শিকার মানুষের জন্য আইনি সহায়তা সম্পূর্ণ ফ্রীতে করছে। এখনও অসহায় বিচার প্রার্থীরা জানে না যে দেশে মামলা পরিচালনা সরকার করে দেয় বিনা খরচে। অনুষ্ঠানে আইনি সচেতনতা তৈরিতে উদ্বুদ্ধকরণ নাটক প্রদর্শন করা হয়।

 

দিনব্যাপী গোটা আয়োজনের দ্বিতীয় পর্বে ফুটন্ত কিশোর সংঘের ব্যবস্থাপনায় আয়োজিত সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রতিযোগিদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এরপর দুজন বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

©  2019-2024 All Rights Reserved. Design By Ghost