চট্টগ্রামের কালুরঘাটের ফেরি থেকে বেইলি ব্রীজে উঠার সময় সিএনজি চালিত টেম্পু পিষে মেরেছে ফাতেমা তুজ জোহরা (১৮) নামের এক কলেজ ছাত্রীকে। সে হাজেরা-তজু ডিগ্রী কলেজ এর ১ম বর্ষের ছাত্রী। এ ঘটনায় কলেজে শোকের ছায়া নেমেছে।
আজ সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে ফেরিঘাটের পূর্ব দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা তুজ জোহরা বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল এলাকার ডাক্তার হাসানের মেয়ে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি সিএনজি চালিত টেম্পু ফেরি থেকে বেইলি ব্রীজ দিয়ে পাড়ে উঠার সময় হঠাৎ পিছন দিকে যেতে থাকে। এসময় গাড়ির নিচে চাপা পড়ে ঐ ছাত্রী। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার সঞ্জয় সেন তাঁকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, ঘটনায় জড়িত টেম্পোটি জব্দ করা হয়েছে। টেম্পো চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।