কালুরঘাটে টেম্পু পিষে মারলো কলেজ ছাত্রীকে

কালুরঘাটে টেম্পু পিষে মারলো কলেজ ছাত্রীকে

চট্টগ্রামের কালুরঘাটের ফেরি থেকে বেইলি ব্রীজে উঠার সময় সিএনজি চালিত টেম্পু পিষে মেরেছে ফাতেমা তুজ জোহরা (১৮) নামের এক কলেজ ছাত্রীকে। সে হাজেরা-তজু ডিগ্রী কলেজ এর ১ম বর্ষের ছাত্রী। এ ঘটনায় কলেজে শোকের ছায়া নেমেছে।

 

আজ সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে ফেরিঘাটের পূর্ব দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ফাতেমা তুজ জোহরা বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল এলাকার ডাক্তার হাসানের মেয়ে ।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি সিএনজি চালিত টেম্পু ফেরি থেকে বেইলি ব্রীজ দিয়ে পাড়ে উঠার সময় হঠাৎ পিছন দিকে যেতে থাকে। এসময় গাড়ির নিচে চাপা পড়ে ঐ ছাত্রী। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

স্থানীয়রা নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার সঞ্জয় সেন তাঁকে মৃত ঘোষণা করেন।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, ঘটনায় জড়িত টেম্পোটি জব্দ করা হয়েছে। টেম্পো চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

©  2019-2024 All Rights Reserved. Design By Ghost