বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) লিটনের ৮৫ রানের বড় সংগহ গড়েও দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১২ রানে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। আগে ব্যাট করতে নেমে বেনি হাওয়ালের ঝড়ো ৬২ রানের ওপর ভর করে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানের লড়াকু পুঁজি পায় সিলেট। লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কুমিল্লা।
কুমিল্লা অধিনায়কের পাশাপাশি ব্যাট হাতে ঝড় তোলেন আন্দ্রে রাসেলও তবে সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানে থামতে হয় কুমিল্লাকে। ফলে, একঝাঁক তারকা খেলোয়াড় নিয়েও আসর থেকে ছিটকে যাওয়া সিলেটের কাছে পরাজয় বরণ করতে হলো বর্তমান চ্যাম্পিয়নদের। ছবিটি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে তোলা। ছবি – এম ফয়সাল এলাহী