‘গো ভোট’ র‍্যালি থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভোট দেওয়ার আহবান

go vote

চট্টগ্রামে ‘গো ভোট’ র‍্যালি করেছে শিক্ষা গবেষণা ও উন্নয়ন ফোরাম বাংলাদেশ (ইআরডিএফবি)। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের উৎসব পালনের আহবান জানিয়ে এ র‍্যালির আয়োজন করেছে সংগঠনটি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য অধ্যাপক ড. এএসএম লুৎফুল আহসান।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ও সভাপতিত্বে অনুষ্ঠিত র‍্যালিতে সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘আমাদের ছেলে-মেয়েরা এখন অনেক সচেতন। তারা জানে এদেশ কাদের হাতে বেশি নিরাপদ। আগামী নির্বাচনে ব্যালট পেপারে তাদের সেটি প্রমাণ করতে ভোটে অংশগ্রহণ করতে হবে।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘আমাদের তরুণ মেধাবী শিক্ষার্থীরা জাতির পিতার ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছিল। আমার বিশ্বাস, তারা একইভাবে এ বিজয়ের মাসে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের উৎসব পালনে দৃঢ় প্রতিজ্ঞ।’

তিনি বলেন, ‘তারা বিএনপি ও জামায়াতের আগুন-সন্ত্রাস মোকাবিলা করার পাশাপাশি সকল দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবে। একইসঙ্গে গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।’

র‍্যালিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিমসহ চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে সফল করার অঙ্গীকার করেছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মআ/চখ

©  2019-2024 All Rights Reserved. Design By Ghost